[accessbangla] Prothom alo article

  • From: vashkar bhattacharjee <vashkar79@xxxxxxxxxxx>
  • To: <accessbangla@xxxxxxxxxxxxx>
  • Date: Sun, 17 Apr 2011 15:02:57 +0600

----- Original Message ----- 
From: Shyamashree Das 
To: Debu ; Gouri Banik ; Taposh Barua ; Avijit Bhattacharjee ; Ratna 
Chakraborty ; subir das ; Zarina Hossain ; Paritosh ; Diponker Liptu 
Cc: Naly-IRCD ; Arifur Rahman ; Palash Chandra Saha ; Md.Sha Sultan Shamim ; 
newaz ; illumuinable soul ; Nasir Uddin ; vashkar ; Sakir YPSA ; Zahed 
Sent: Sunday, April 17, 2011 11:40 AM
Subject: অপরাজেয় তারুণ্যভাস্কর ভট্টাচার্য



       
      অপরাজেয় তারুণ্যভাস্কর ভট্টাচার্য
      অন্ধজনের ভাস্কর
      পল্লব মোহাইমেন | তারিখ: ১৬-০৪-২০১১

        a.. ০ মন্তব্য 
        b.. প্রিন্ট 
        c.. ShareThis 
      « আগের সংবাদ পরের সংবাদ» 
       

        a.. 
      টেলিফোনে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। আলাপের শেষ প্রান্তে এসে তাঁর অনুরোধ, 
‘আপনার ই-মেইল ঠিকানা মেসেজ করে পাঠান, আমার কিছু তথ্য পাঠিয়ে দেব।’ সেকেন্ডের 
জন্য খটকা লাগে। সেটা বুঝে ফেলেন ওপাশের মানুষটা। সঙ্গে সঙ্গে যোগ করতে ভুললেন না: 
‘আমার মোবাইলে সফটওয়্যার আছে, মেসেজ পড়ে শোনাবে।’
      ফোনের ওপাশের যে ব্যক্তি কথা বললেন, তিনি ভাস্কর ভট্টাচার্য। 
দৃষ্টিপ্রতিবন্ধী। আগেও দেখা হয়েছে কয়েকবার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) 
বিভিন্ন আয়োজনে, নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়ে যান স্টল নিয়ে। নিজে তো 
আইসিটি ব্যবহারে সিদ্ধহস্ত, আবার আইসিটির প্রসারেও বেশ বড় বড় কাজ করে যাচ্ছেন।
      ভাস্কর কাজ করেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) নামের 
চট্টগ্রামভিত্তিক একটি বেসরকারি সংস্থায়। পদের নাম কর্মসূচি ব্যবস্থাপক। কাজ? 
প্রতিষ্ঠানটির কম্পিউটার নিয়ে যা কিছু, তার পুরোটাই সামলান তিনি। তথ্যপ্রযুক্তির 
সুবিধা যাতে প্রতিবন্ধীরাও সমানভাবে পায়, সে জন্য জেনেভাভিত্তিক সংস্থা ডিজিটাল 
অ্যাকসেসেবল ইনফরমেশন সিস্টেম—ডেইজি। ১২টি দেশ এর পূর্ণ সদস্য। বাংলাদেশ এর সহযোগী 
সদস্য। এই ডেইজি বিভিন্ন মান ঠিক করে দেয়, যাতে সফটওয়্যার, ওয়েবসাইটসহ প্রযুক্তির 
সবকিছু যেকোনো ধরনের প্রতিবন্ধীদের বোধগম্য হয়। বাংলাদেশে ডেইজির ফোকাল পয়েন্ট 
ইপসা, আর ফোকাল পারসন হলেন ভাস্কর ভট্টাচার্য। ‘ডেইজি শুরুতে ছিল শুধু 
প্রতিবন্ধীদের জন্য। কিন্তু যারা নিরক্ষর, তারাও তো বই পড়া থেকে বঞ্চিত। ডেইজির 
মানে তৈরি কোনো লেখা যদি সে অডিও আকারে শুনতে পারে, তবে সেও তো তথ্য জানতে পারবে।’ 
এ চিন্তা থেকেই বাংলাদেশের উদ্যোগে শুরু হয় ডেইজি ফর অল কার্যক্রম। সেটি পায় জাতীয় 
ই-কনটেন্ট এবং ভারতের মন্থন পুরস্কার।চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় ইপসার 
প্রধান কার্যালয়। চারতলায় ভাস্করের ঘর। দুটি ল্যাপটপ নিয়ে কাজ করছেন তিনি। 
ল্যাপটপের বোতাম চাপছেন আর যন্ত্র তার মানে শুনিয়ে দিচ্ছে। শুনে শুনে কাজ করে 
যাচ্ছেন ভাস্কর, খুব দ্রুত। পাশের ঘরে চলছে প্রশিক্ষণ। কম্পিউটারের প্রশিক্ষণ 
নিচ্ছেন যাঁরা, তাঁরা সবাই দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁদের প্রশিক্ষণ দেন ভাস্কর। নিজাম 
নামের একজনকে পাওয়া গেল, যিনি দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী। তাঁকেও ব্রেইল শেখাচ্ছেন 
ভাস্কর। 
      ইপসার যে বিভাগটার নেতৃত্ব দেন ভাস্কর, সেই আইসিটি অ্যান্ড রিসার্চ অন 
ডিজঅ্যাবিলিটি�=A

Other related posts:

  • » [accessbangla] Prothom alo article - vashkar bhattacharjee