for your information, ----- Original Message ----- From: Broja Gopal Saha To: vashkar79@xxxxxxxxxxx Sent: Wednesday, August 29, 2012 9:30 AM Subject: Fw: For circulating in your network ----- Forwarded Message ----- From: Broja Gopal Saha <bgsaha@xxxxxxxxx> To: "vashkar79@xxxxxxxxxxx" <vashkar79@xxxxxxxxxxx> Sent: Tuesday, August 28, 2012 8:18 PM Subject: For circulating in your network Dear All We have the pleasure to inform you that Centre for Disability in development (CDD) in association with Daffodil International University with the support of Karishma Enterprises from India and Manusher Jonno Foundation (MJF) will organize an International Exhibition to demonstrate Information and Communication Technology for persons with disabilities available locally and globally. The exhibition will provide basic ideas and orientation on ICT to facilitate education and rehabilitation of persons with different types of disabilities such as Visual, Low vision, Dyslexia, Speech & hearing, Cerebral Palsy, Autism, Cognitive and Physical. The objective of organizing the exhibition is to provide a general orientation on available ICT tools and devices for persons with disabilities that enable them to have a better life with dignity. The exhibition will be organized in Daffodil International University, Level-4, Prince Plaza, 4/2, Sobhanbag, Dhanmondi, Dhaka-1207 and will be open for all during 5th and 6th September 2012. The schedule of the exhibition will be: September 5th. 2012 11.30 AM – 06.00 PM Exhibition open for all An exclusive video presentation will be made during 2:30 PM – 04:30 PM on different software and hardware for all types of persons with disabilities. September 6th. 2012 10.00 AM – 06.00 PM Exhibition open for all An exclusive video presentation will be made during 11:00 AM – 01:00 PM and again 02:30 PM – 04:30 PM on different software and hardware for all types of persons with disabilities. We cordially invite you to visit the said exhibition. We strongly believe that your visit will be a worthwhile experience to identify the most appropriate technologies for different types of persons with disabilities. To know more details about the exhibition you can also contact: Broja Gopal Saha, Coordinator, CDD, Mobile: 01711631326 The technologies that will be presented in the exhibition: FOR VISUALLY IMPAIRED: a.. Text Reading Machines- এর মাধ্যমে কাগজে ছাপানো লিখা কম্পিউটার এবং মোবাইল স্বয়ংক্রিয় ভাবে পড়ে শুনাবে। b.. PC Supported Instant Magnifiers/ Readersঃ পিসি দ্বারা ব্যাবহার উপযোগী ইনস্ট্যান্ট ম্যাগ্নিফায়ার/ রিডার c.. Angel Pro Low Cost Fully Talking E-Book Reader/ MP3 Player/ Radio/ Voice Recorder/ Movie Playerঃ এটি একটি পকেট সাইজ সবাক যন্ত্র যা মুলতঃ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রস্তুতকৃত। এটা বিভিন্ন লেখা পড়তে পারে যেমনঃ টেক্সট, ওয়ার্ড ডকুমেন্ট (.doc/.docx), পিডিএফ, DAISY, e-pub, html ইত্যাদি। এটা MP3, WAV, videos & movies শুনাতে এবং দেখাতে সক্ষম। d.. Talking Computer Software: এই সফটওয়্যার ব্যাবহার করে কম্পিউটার স্বয়ংক্রিয় ভাবে লেখা, মেনু এবং কমান্ড পড়ে শুনাবে e.. Screen Magnification Softwareঃ এই সফটওয়্যার ব্যাবহার করে স্ক্রিন এ ভেসে উঠা দৃশ্য/ তথ্য বহুগুণে পরিবর্ধন করা সম্ভব। f.. Low Vision Devices - Video Magnifiers, Distance Viewing Glassesঃ ক্ষীণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য সহায়ক যন্ত্র g.. Braille Embossers/ Braille Printersঃ বিভিন্ন গতি ও ক্ষমতাসম্পন্ন ব্রেইল প্রিন্টার। h.. Tactile Graphic Makers for making tactile maps, diagrams, graphs for visually challengedঃ দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য টেক্টাইল গ্রাফিক পেপারে গ্রাফিক চিত্র ছাপানোর যন্ত্র। i.. Refreshable Braille Display with Braille Keyboard for proof reading & speedy production of Brailleঃ ব্রেইল এর প্রুফ রিডিং এবং ব্রেইল এর উৎপাদন বাড়ানোর জন্য সহযোগী রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লে এবং ব্রেইল কি বোর্ড। FOR SPEECH & HEARING IMPAIRED: a.. Wireless FM Assistive Listening Devicesঃ তারবিহীন এফ এম শ্রবণ যন্ত্র b.. Listenor Amplification Deviceঃ শব্দ পরিবর্ধন করার যন্ত্র। c.. Software to help reduce stuttering: তোতলানো কমানোর সহায়ক সফটওয়্যার d.. Speech & Language Development Software for young childrenঃ ছোট শিশুদের বাক ও ভাষা শিক্ষা উন্নয়নের জন্য সফটওয়্যার। FOR DYSLEXIA / LEARNING DISABILITIES: Reading, Writing, Studying Software for slow learners & students with Learning Disabilitiesঃ মানসিকভাবে ধীর গতিসম্পন্ন (যেমনঃ ডিস্লেক্সিয়া) শিশু ও শিক্ষার্থীদের পড়া ও লেখার সহায়ক সফটওয়্যার। FOR CEREBRAL PALSY/ PHYSICAL IMPAIRMENTS: a.. Voice Recognition Softwareঃ কন্ঠ সনাক্তকারী সফটওয়্যার যার মাধ্যমে কন্ঠ নির্দেশনার মাধ্যমে কম্পিউটার চালানো সম্ভব। b.. Software to learn Typing with One Handঃ এই সফটওয়্যার ব্যাবহার করে একহাতে টাইপ শেখা যায়। c.. IntelliKeys Touch Sensitive Keyboard for Physical/ Motor disabilitiesঃ স্পর্শকাতর টাচ কিবোর্ড যা শারীরিক / মটর ফাংশন এ সমস্যা সম্পন্ন মানুষের জন্য উপযোগী। d.. Software to Operate the Computer with head movements for persons with Paralysis neck downঃ যেসকল শারীরিক প্রতিবন্ধী মানুষের ঘাড়ের নিচ থেকে পারালাইসড, তারা এই সফটওয়্যার এবং ওয়েবক্যাম এর সাহায্যে মুখের অঙ্গভঙ্গি পরিবর্তনের দ্বারা মাউস নাড়াতে পারবেন। e.. Tactic Touch Pads for performing mouse functions by Muscular dystrophy/ locomotive disabledঃ মাস্কিউলার ডিস্ট্রফি এবং চলাচলে অক্ষম ব্যাক্তিদের জন্য টেক্টিক টাচ পেড যা মাউসের কার্যকারিতা নিশ্চিত করবে। FOR AUTISM: a.. Software for Development of various skills like Basic Math, Language, Reading, Time, Computers, etcঃ এই সফটওয়্যার দিয়ে অটিস্টিক শিক্ষার্থীদের প্রাথমিক অংক, ভাষা, পড়া, সময়সুচি এবং কম্পিউটার শেখানো যায়। b.. Talking Communication Boards ঃ অটিস্টিক বাচ্চাদের জন্য বিশেষ কমুনিকেশন বোর্ড। FOR MENTAL RETARDATION: a.. Software for Preparing Flash Cards in Bangla languageঃ বাংলা ভাষায় ফ্ল্যাশ কার্ড তৈরির সফটওয়্যার। Disability Assessment Software for Dyslexia, Vision, Emotion, Hearing etc. and a host of many other assistive devices and software.ঃ প্রতিবন্ধিতা পরিমাপক সফটওয়্যার যার সাহায্যে ডিস্লেক্সিয়া, দৃষ্টি, শ্রবণ, আবেগ সহ আরো বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার মাত্রা পরিমাপ করা যায়। With best regards, A.H.M. Noman Khan Executive Director Centre for Disability in Development (CDD)